তবুও রোদেলা দুপুর
লিখেছেন লিখেছেন মামুন ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩৭:৪৪ সকাল
তবুও রোদেলা দুপুর
এক রোদেলা দুপুরে
বিষন্নতার ধূলোমাখা মুহুর্তগুলো,
জমাট বাঁধে হৃদয়ের কার্ণিশে।
কিছু অন্ধকার আরো নিকশ কালো হয়ে
পুঞ্জ পুঞ্জ মেঘের উদরে স্ফীত হয়।
.
দোয়াতের কালির মত
একটুকরো আকাশ,
মুহুর্তে সেজে উঠে তুলির এক পোচে।
.
এমনই এক নিঃসঙ্গ মধ্যহ্নে
দুরন্ত বাতাসের মাতাল ছুঁয়ে যাওয়ার দিনে,
ঝরা পাতার বুক মাড়িয়ে
ভালোলাগাগুলোর চলে যাবার মর্মর ধ্বনি
এ বুকে বড্ড বেজে উঠে!
.
মরা গাছে নিঃসঙ্গ এক দোয়েলের শীষ
শীতল পাটির ছায়াছায়া কোমলতায়
গভীর আবেশে জড়িয়ে থাকে।
সেই সুরে সুরে বেহায়া ভালোলাগাগুলো
মুখ ফিরিয়ে চলে যায়।
.
বিজন বনের হরিদ্রাভ নির্জনতায়
পলাতক সময়েরা ফিরে এলেও
অভিমানী ভালোলাগারা আরো
গভীরে পথ খুঁজে নেয়।
.
রোদ-বৃষ্টি আর শীতের শুষ্কতায়
অরণ্যের বুক চিরে দীর্ঘশ্বাসের বহরগুলো
ক্রমেই স্তিমিত হয়ে আসে।
তবুও ওরা ফিরে আসে না।
.
সেই থেকে প্রতিটি মেঘাচ্ছন্ন বিকেল
উন্মুক্ত হৃদয়ে অপেক্ষায় থাকে
এই বুঝি ভালোলাগারা ফিরে এলো!
.
বিকেল গড়িয়ে সাঁঝ নামে,
এভাবে একের পর এক
কত সাঁঝ এলো গেলো- তবুও
এক রোদেলা দুপুর রয়েই যায়
অন্তরে বাহিরে... অপেক্ষায় নিরন্তর।।
বিষয়: সাহিত্য
১৯০২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
অনেক ভাল হয়েছে ভাইয়া ।
তবে তাঁরা মনে হয় ক্ষতিকর 'ওজন স্তর থেকে আগত 'অতিবেগুনী রশ্মি' থেকে অনেক নিরাপদ থাকে। কি বলেন, আফরা?
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
পড়বার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন