Rose Roseতবুও রোদেলা দুপুর Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩৭:৪৪ সকাল



তবুও রোদেলা দুপুর

Star Star Star Star Star

এক রোদেলা দুপুরে

বিষন্নতার ধূলোমাখা মুহুর্তগুলো,

জমাট বাঁধে হৃদয়ের কার্ণিশে।

কিছু অন্ধকার আরো নিকশ কালো হয়ে

পুঞ্জ পুঞ্জ মেঘের উদরে স্ফীত হয়।

.

দোয়াতের কালির মত

একটুকরো আকাশ,

মুহুর্তে সেজে উঠে তুলির এক পোচে।

.

এমনই এক নিঃসঙ্গ মধ্যহ্নে

দুরন্ত বাতাসের মাতাল ছুঁয়ে যাওয়ার দিনে,

ঝরা পাতার বুক মাড়িয়ে

ভালোলাগাগুলোর চলে যাবার মর্মর ধ্বনি

এ বুকে বড্ড বেজে উঠে!

.

মরা গাছে নিঃসঙ্গ এক দোয়েলের শীষ

শীতল পাটির ছায়াছায়া কোমলতায়

গভীর আবেশে জড়িয়ে থাকে।

সেই সুরে সুরে বেহায়া ভালোলাগাগুলো

মুখ ফিরিয়ে চলে যায়।

.

বিজন বনের হরিদ্রাভ নির্জনতায়

পলাতক সময়েরা ফিরে এলেও

অভিমানী ভালোলাগারা আরো

গভীরে পথ খুঁজে নেয়।

.

রোদ-বৃষ্টি আর শীতের শুষ্কতায়

অরণ্যের বুক চিরে দীর্ঘশ্বাসের বহরগুলো

ক্রমেই স্তিমিত হয়ে আসে।

তবুও ওরা ফিরে আসে না।

.

সেই থেকে প্রতিটি মেঘাচ্ছন্ন বিকেল

উন্মুক্ত হৃদয়ে অপেক্ষায় থাকে

এই বুঝি ভালোলাগারা ফিরে এলো!

.

বিকেল গড়িয়ে সাঁঝ নামে,

এভাবে একের পর এক

কত সাঁঝ এলো গেলো- তবুও

এক রোদেলা দুপুর রয়েই যায়

অন্তরে বাহিরে... অপেক্ষায় নিরন্তর।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

১৯০২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269456
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০১
ফেরারী মন লিখেছেন : সেইরাম ভাই সেইরাম ভালো লাগলো।
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
213346
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনি সময় দিতে পেরেছেন বলে।
অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
213396
আফরা লিখেছেন : সেইরাম কোনরাম বলেন তো ফেরারী মন ভাইয়া @
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
213400
ফেরারী মন লিখেছেন : সীতার স্বামী Love Struck Love Struck
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
213405
আফরা লিখেছেন : ও আপনি তাইলে সীতাদি .....।
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
213411
ফেরারী মন লিখেছেন : মাইর খাইতে ইচ্ছে করতেছে না? Time Out Time Out Frustrated Frustrated
269461
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose খুবই ভালো লাগল Rose Rose Rose
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৪
213347
মামুন লিখেছেন : ধন্যবাদ সাথে থেকে ভালোলাগার অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
269474
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৪
213348
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার ভালোলাগার জন্য।Good Luck Good Luck
269493
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
সন্ধাতারা লিখেছেন : Chalam. Beautiful writing.
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
213414
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপু।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
269518
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
আফরা লিখেছেন : অনেকের রোদেলা দুপুরের অপেক্ষায় থাকতে থাকতে ভিটামিন ডি এর অভাব হয় ।

অনেক ভাল হয়েছে ভাইয়া ।
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
213416
মামুন লিখেছেন : ধন্যবাদ।
তবে তাঁরা মনে হয় ক্ষতিকর 'ওজন স্তর থেকে আগত 'অতিবেগুনী রশ্মি' থেকে অনেক নিরাপদ থাকে। কি বলেন, আফরা? Happy
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
270065
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৪
214086
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পড়বার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File